Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা জি এম কাদেরের নেতৃত্বে এরশাদের স্বপ্নের বাংলাদেশ গড়বো’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২২ ১৫:৩১

ঢাকা: জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘যে উদ্দেশে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, আমরা সেই উদ্দেশে বাস্তবায়নে সংগ্রাম করছি। একাত্তরের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষকে আজীবন পথ দেখাবে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়বো।’

বিজ্ঞাপন

রোববার (১১ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রস্তুতিমূলক এক সভায় তিনি এসব কথা বলেন। শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

মুজিবুল হক চুন্নু আরও বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ আমাদের অধিকার আদায়ের সংগ্রামে সাহস যোগায়। মহান মুক্তিযুদ্ধ শোষণ ও বঞ্চণামুক্ত একটি সমাজ গঠনে অনুপ্রেরণা হয়ে আছে।’

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে আমরা মানুষের অধিকারের প্রশ্নে কখনও আপস করবো না। জাতীয় পার্টি মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে রাজনীতি করছে। আমরা গণমানুষের সব অধিকার নিশ্চিত করতেই রাজনীতি করছি।’

এসময় উপস্থিত ছিলেন- কো-চেয়ারম্যান ও ঢাকা জেলা সভাপতি অ্যাডভোকেট সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

এরশাদ জাতীয় পার্টি জি এম কাদের মো. মুজিবুল হক চুন্নু স্বপ্নের বাংলাদেশ