Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ফের মোটরসাইকেল চোর কাউন্সিলর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ডিসেম্বর ২০২২ ১২:০১ | আপডেট: ৮ ডিসেম্বর ২০২২ ১২:০৪

ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আবারও জনতার হাতে আটক হয়েছেন অর্ধশত মোটরসাইকেল চুরি মামলার আসামি আব্দুর রাজ্জাক। তিনি পার্শ্ববর্তী রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) পুলিশ  তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলার বৈরচুনা ইউনিয়নের শিরাইল গ্রামের আজিরউদ্দীনের ছেলে নুরুল ইসলাম তার মোটরসাইকেল নিয়ে সন্ধ্যার দিকে বৈরচুনা সড়কপাড়ায় তার শ্বশুরবাড়িতে যান।

মোটরসাইকেলটি বাড়ির সদর দরজার সামনে ছিল। আনুমানিক ২০ মিনিট পর বের হয়ে তিনি দেখতে পান, রাজ্জাক ও তার দুই সহযোগী মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাচ্ছেন। তৎক্ষণাৎ অন্য একটি মোটরসাইকেল নিয়ে তাদের ধাওয়া করেন নুরুল। তিনি মোবাইলের মাধ্যমে লোকজনকে চুরির খবর দেন। পরবর্তী সময়ে সন্ধ্যা ৬টার দিকে নওয়াপাড়া মোড় এলাকায় রাজ্জাক ও তার সহযোগীদের গতিরোধ করা হয়। সহযোগীরা পালিয়ে গেলেও জনতার হাতে আটক হন রাজ্জাক। এলাকাবাসী সেখানেই মারধর করে। পরে থানা পুলিশ রাজ্জাককে জনতার কবল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে থানায় রাজ্জাকের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা দায়ের করেছেন।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাজ্জাকের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির প্রায় অর্ধশত মামলা রয়েছে। এক মাসও হয়নি তিনি জেল থেকে ছাড়া পেয়েছে। এরইমধ্যে আবারও চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। মোটরসাইকেল চুরির মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

কাউন্সিলর আটক মোটরসাইকেল চোর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর