Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড নিয়ন্ত্রণে চতুর্থ ডোজ ভ্যাকসিন প্রয়োগ শুরু ২০ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ২০:০৩

ঢাকা: দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে প্রথমবারের মতো শুরু হচ্ছে চতুর্থ ডোজ ভ্যাকসিন প্রয়োগ। পরীক্ষামূলকভাবে আগামী ২০ ডিসেম্বর এ কার্যক্রম শুরু হচ্ছে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে নতুন বছরের প্রথম দিন থেকেই সারাদেশে এ কার্যক্রম চালু হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফরের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটিত অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুর কবির।

বিজ্ঞাপন

তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার চার মাস পর সাধারণত শরীরে অ্যান্টিবডির মাত্রা কমে যায়। এছাড়া সম্প্রতি বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘ষাট বছরের বেশি বয়সী নাগরিক, সম্মুখযোদ্ধা ও যাদের একাধিক জটিল রোগ রয়েছে তাদের করোনা ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার চলমান ক্যাম্পেইন শেষ হচ্ছে। তাই এবার চতুর্থ ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

ডা. আহমেদুল কবির বলেন, ‘চতুর্থ ডোজ টিকাদানের জন্য স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় রাজধানীর সাতটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, সরকারি কর্মচারী, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ভ্যাকসিন দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষামূলকভাবে প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এসএমএসের মাধ্যমে আগের দিন নির্দিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে। পরীক্ষামূলক টিকা নেওয়াদের দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। কোনো ধরনের জটিলতা দেখা না দিলে নতুন বছরের ১ জানুয়ারি থেকে সারাদেশে এ কার্যক্রম শুরু হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড ভ্যাকসিন নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর