Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফতুল্লায় মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ১০:২১

নারায়ণগঞ্জ: ফতুল্লায় মাদকসেবন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মামুন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হ‌য়ে‌ছে। এসময় নুরুনবী নামে আরও একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) রাতে সদর উপজেলার ইসদাইর নুর ডাইংয়ের মাঠে এ ঘটনা ঘটে। মামুন পূর্ব ইসদাইর বুড়ি দোকান এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল গ্রুপের কয়েকজন মিলে মাঠের নির্জন স্থানে মাদকসেবন করে। একই স্থানে নুরুনবী গ্রুপের লোকজন আড্ডা দিচ্ছিল। তাদের মাদকসেবনে বাধা দিলে দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে দু’জনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে আশেপাশের লোকজন উদ্ধার করে তাদের ৩০০ শয্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করে ও নুরুনবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা ফতুল্লা যুবককে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর