Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্কাটনে উপসচিবের বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২২ ১০:১৩

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার ইস্কাটন এলাকার একটি বাসা থেকে আমেনা আক্তার (১৩) নামের এক শিশু গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাসাটির মালিক শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব মনিরুজ্জামান।

সোমবার রাতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে সংবাদ পেয়ে ইস্কাটন এলাকার একটি বাড়ির আটতলা থেকে ওই গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করি। এ সময় সে জানালার গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলছিল।

মৃত আমেনা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মো. মামুনের মেয়ে।

এসআই আরও জানান, ওই বাসার আটতলায় গৃহকর্তা শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব মনিরুজ্জামান বাসায় গত দেড় বছর ধরে গৃহকর্মীর কাজ করতো সে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মৃত ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এমও

ইস্কাটন গৃহকর্মীর মৃতদেহ মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর