Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুকু-নিপুণ রায়সহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২২ ১৬:০৫ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১৭:২৯

সুলতান সালাউদ্দিন টুকু ও নিপুণ রায় চৌধুরী

ঢাকা: নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও বিএন‌পির জাতীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ ডিসেম্বর) মামলাটির ৪৫ জন আসামির হাজিরার জন্য দিন ধার্য ছিল। তবে এদিন ২৫ আসামি আদালতে উপস্থিত না হওয়ায় তাদের আইনজীবীরা সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে আগামী ১৫ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার অপর আসামিরা হলেন— সাইফুল ইসলাম নিরবসহ প্রমুখ।

জানা যায়, গত বছরের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে তারা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক অতর্কিত আক্রমণ করে ও মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে এলে সেখানে কর্মরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আসামিরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে ও সরকারি কাজে বাধা দেয়। এই ঘটনায় রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

সারাবাংলা/এআই/এনএস

নিপুণ রায় চৌধুরী বিএনপি সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর