Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে পরিবহন ধর্মঘট, প্রভাব পড়েছে রংপুরেও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২২ ১৯:১৯

রংপুর: ১০ দফা দাবিতে রাজশাহীতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ঢাকা বিভাগীয় ধর্মঘটের কারণে শুক্রবার (২ ডিসেম্বর) রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বগুড়া-রাজশাহী রুটে কোনো বাস ছেড়ে যায়নি।

শুক্রবার কেন্দ্রীয় সিটি বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, রাজশাহী রুটের বেশির ভাগ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। কাউন্টারগুলো থেকে বন্ধ রয়েছে টিকিট বিক্রি। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

আব্দুর রহমান ও মিঠুন মিয়া নামের এক যাত্রী বলেন, ‘পাবনা যাওয়ার জন্য টার্মিনালে এসেছিলাম। এখানে এসে শুনি পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে। তাই ভাবছি অটোরিকশা বা অন্য কোনো উপায়ে বগুড়া-নাটোর হয়ে পাবনা যাওয়ার।’

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা অলস সময় পার করছেন। বাস চলাচল বন্ধ থাকায় আয় রোজগার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

রংপুর রাজশাহী রুটে চলাচল করা আগমনী পরিবহনের ড্রাইভার খোরশেদ আলম বলেন, ‘বাস চলাচল বন্ধ থাকায় গতকাল থেকে কোনো রোজগার করতে পারিনি। আগামীকালও বাস বন্ধ থাকবে অর্থাৎ আগামীকালও আয় রোজগার হবে না ‘

তবে রংপুর বিভাগের আন্তঃজেলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার হুমায়ুন আহমেদ ও রাসেল মিয়া বলেন, ‘রাজশাহীতে পরিবহন ধর্মঘটের কারণে রংপুর থেকেও বগুড়া-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রংপুর থেকে ঢাকামুখী সব গাড়ি যথা সময়ে চলাচল করছে। পরিবহন ধর্মঘটের প্রভাব এখানে পড়েনি।’

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধন, মহাসড়ক বা আঞ্চলিক মহাসড়কে অবৈধ ত্রি-হুইলার চলাচল বন্ধ, ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসন ও পুলিশি হয়রানি বন্ধ করাসহ ১০ দফা দাবি পূরণ না হওয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় এ ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

পরিবহন ধর্মঘট রংপুর রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর