Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২২ ১৫:৪৯

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের হলরুমে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান। বক্তব্যে তিনি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমাকে ৩৬ হাজার বাঙালির হত্যাকারী হিসেবে দায়ী করে বিচার দাবি করেন।

কাজী মজিবর রহমান বলেন, ‘দেশদ্রোহীতার দায়ে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীদের বিচারের আওতায় আনা প্রয়োজন।’ এসময় পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিতর্কিত ধারা সংশোধনেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

বিজ্ঞাপন

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির ও খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আবদুল মজিদসহ সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও