Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জিয়া পরিবার একটি খুনি পরিবার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২২ ২০:২০

সিরাজগঞ্জ: সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, জিয়াউর রহমানের হাতে বঙ্গবন্ধু পরিবারের রক্ত। তার প্রত্যক্ষ সহযোগিতায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে আইভি রহমানসহ গ্রেনেড হামলায় নিহতদের রক্ত। তাই জিয়া পরিবারকে বাংলাদেশের মানুষ একটি খুনি পরিবার হিসেবে চিহ্নিত করেছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কে এম খালিদ বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ ২৪ জনের রক্ত তার ছেলে তারেক রহমানের হাতে। এই পরিবারের ধারাবাহিক ইতিহাস যদি আমরা দেখি বাবা হত্যাকারী, মা হত্যাকারী এবং সন্তানও হত্যাকারী।’

জিয়াউর রহমানের পরিবারের সবাই হত্যাকারী উল্লেখ করে সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও বলেন, ‘২০১৪ সালে যেভাবে আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছিল ঠিক সেভাবেই আবারও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধীরা আবারও মাথা চাড়া দিয়েছে উঠছে।’

প্রতিমন্ত্রী কে এম খালিদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে বলেন, ‘আশা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিতেই শান্তি নিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস হবে। যেখানে শিক্ষার্থীরা মুক্তবুদ্ধি ও সংস্কৃতির চর্চা করবে। আজ থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিনামূল্যে কাছারি বাড়িতে শিক্ষা ও সংস্কৃতির চর্চা করবে।’

বিজ্ঞাপন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি চয়ন ইসলাম, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. জান্নাত আরা হেনরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন এবং প্রত্নতত্ত্ব অধিদফতরের রাজশাহী ও রংপুর বিভাগের পরিচালক ড. মোছা. নাহিদ সুলতানা।

মতবিনিময় শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্র কাছারি বাড়িকে বর্ণিল সাজে সাজানো হয়। অনুষ্ঠানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শাহজাদপুরের বিভিন্ন স্তরের ব্যক্তিদের সমাগমে মুখরিত হয়ে উঠেছিল কাছারিবাড়ি প্রাঙ্গণ। এদিন রবীন্দ্র সংগীতের অমিয় সুর আর নৃত্যের তালে মোহিত হয়ে উঠেছিল অনুষ্ঠানে উপস্থিত শত শত রবীন্দ্রপ্রেমী।

সারাবাংলা/পিটিএম

এমপি কে এম খালিদ জিয়া পরিবার সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর