Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ ডিসেম্বর থেকে পরিবহন ধর্মঘট রাজশাহীতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২২ ২২:০২

ফাইল ছবি

রাজশাহী: মহাসড়কে ৩ চাকা যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক সমিতি। দাবি না মানা হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ঘোষণা করা হবে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন মালিক নেতারা।

শনিবার (২৬ নভেম্বর) রাত ৯টায় পরিবহন ধর্মঘটের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক পরিষদ সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব । তিনি বলেন, ‘শনিবার দুপুরে নাটোরে রাজশাহী বিভাগের আট জেলারর নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আজকের সভাটি ছিল পূর্ব নির্ধারিত। সভায় সিদ্ধান্ত হয়েছে, রাজশাহী বিভাগের মহাসড়ক থেকে অবৈধ যান চলাচল বন্ধ না করা হলে তারা আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট দেবেন। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিআরটিএ বরাবর আগামী দুয়েকদিনের মধ্যে নিজ নিজ জেলার পরিবহন মালিক সমিতি আবেদন জমা দেওয়া হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধান করাসহ হাইকোর্টের নির্দেশানুযায়ী মহাসড়ক ও আঞ্চলিক সড়কে থ্রি হুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও জ্বালানি তেলসহ যন্ত্রাংশের মূল্য হ্রাস করাসহ ১০ দফা বাস্তবায়নে সরকারের নিকট দাবি জানানো হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে। আর দাবি মেনে নিলে কোনো ধর্মঘট হবে না।’

আগামী ৩ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাদের ভাষ্য, অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে তারা সকল বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করা হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

পরিবহন ধর্মঘট রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর