জঙ্গি ছিনতাইয়ে অংশ নেওয়া মেহেদীর রিমান্ড চায় সিটিটিসি
২৪ নভেম্বর ২০২২ ১৪:২৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১৪:৩০
ঢাকা: ঢাকার নিম্ন আদালত থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার মেহেদী হাসান অমি ওরফে রাফিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি)। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক মুহাম্মদ আবুল কালাম আজাদ কোতয়ালী থানায় সন্ত্রাস বিরোধ আইনে করা মামলায় এই রিমান্ড আবেদন করেন।
বিকেল ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে রিমান্ড বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
কোতয়ালী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. আশরাফ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ২৩ নভেম্বর রাফিকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি)।
সিটিটিসি জানায়, ঘটনার দিন অনেক জঙ্গি ছিনতাই অভিযানে অংশ নিয়েছিল। মামলার এজাহারে যাদের নাম রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছেন অমি।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।
সারাবাংলা/এআই/ইআ