Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামীসহ গ্রেফতার ৩

লোকাল করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২২ ১১:১৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ১১:২৫

কিশোরগঞ্জ: জেলার ভৈরবে পারিবারিক কলহের জেরে তানজিলা আক্তার (২৮) নামের এক গৃহবধূকে তিনতলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী মাসুদুজ্জামান, শ্বশুর আবুল খায়ের ও দেবর তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজলার বাতাসাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পৌর এলাকার চন্ডিবেড় গ্রামের মাজহারুল ইসলামের মেয়ে তানজিনার সঙ্গে বিয়ে হয় মাসুদের। বিয়ের পরে থেকে তাদের পারিবারিক কলহ লেগেই থাকত। মঙ্গলবার স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মাসুদ তার স্ত্রী তানজিনাকে তিনতলা থেকে ফেলে দেন। বিষয়টি এলাকাবাসীর দৃষ্টিগোচর হলে তারা মাসুদ, তার বাবা আবুল খায়ের, ভাই তোফাজ্জল হোসেনকে আটক করে পুলিশে দেয়। তানজিনা দুই সন্তানের জননী বলে জানান তারা।

এ বিষয়ে অভিযুক্ত স্বামী মাসুদুজ্জামান হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, তানজিলা নিজেই ছাদ থেকে লাফিয়ে পড়েন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সে মারা যায়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান,এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে । এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/ইআ

হত্যার অভিযোগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর