Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২২ ২১:৩৫

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই কলেজছাত্র  নিহত হয়েছেন।

সোমবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের হাজী শামসুল আলমের ছেলে রাব্বী আহমেদ (২২) ও তার বন্ধু চাঁপাইনবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের বাসিন্দা শামিম আহমেদ (২৩)। নিহত দুজনই রাজশাহী কলেজের ছাত্র।

বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক জানান, বৈদনাথপুর গ্রামের রাজশাহী কলেজ পড়ুয়া রাব্বীর বাড়িতে তার বন্ধু শামিম বেড়াতে আসে। পরে বিকেলে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঘুরতে বের হয়। পথে বেরখালী পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শামিম আহমেদ মারা যান। এদের মধ্যে রাব্বীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাড়াশ ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থলে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজনের মরদেহ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে রাখা আছে।

সারাবাংলা/একে

তাড়াশ মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর