বিশ্বকাপ ১৯৩৪ ফাইনালের পরিসংখ্যান

দক্ষিণ আমেরিকায় প্রথম বিশ্বকাপের পর ১৯৩৪ সালে ১৬টি দল নিয়ে বিশ্বকাপের আয়োজক ছিল ইউরোপের দেশ ইতালি।

প্রথম বিশ্বকাপের পর দ্বিতীয় বিশ্বকাপও জিতেছিল স্বাগতিক দেশ। তবে এই জয় ছিলো সমালোচনামূখর।

ইতালির কট্টরপন্থী শাসক বেনিতো মুসোলিনির বিরুদ্ধে এই ইভেন্টকে ফ্যাসিবাদ প্রচারের মঞ্চ হিসেবে ব্যবহার করার এবং রেফারিদের প্ররোচিত করে ইতালিকে বিভিন্ন সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে।

সে সময়ে একটি কথা খুব প্রচলিত হয়েছিল- ইতালিকে প্রথম বিশ্বকাপ জিতিয়েছেন মুসোলিনি!

চৌত্রিশের বিশ্বকাপের ফাইনালে ইতালি চেকোস্লোভাকিয়াকে ২-১ গোলে হারায়।

অতিরিক্ত সময়ে গোল করে দলকে জেতান আজ্জুরিদের স্ট্রাইকার শিয়াভো।

৫ গোল করে গোল্ডেন বল জেতেন ইতালির গুইসেপ্পো মেজ্জা।

প্রথম বিশ্বকাপে যেভাবে অংশ নেয়নি ইউরোপের দেশগুলো, অনুরূপভাবে এই বিশ্বকাপেও লাতিন আমেরিকার বেশিরভাগ দেশ অংশ নিতে পারেনি।

তবে এবার কারণটা বয়কট নয়, বরং চরম আর্থিক মন্দা!

লাতিন দেশগুলোর কাছে বিশ্বকাপে আসার অর্থও ছিল না।

এছাড়া এই বিশ্বকাপে অংশ নেয়নি প্রথম বিশ্বকাপজয়ী দেশ উরুগুয়ে।

বিশ্বকাপের ইতিহাসে চাম্পিয়ন দেশের পরের টুর্নামেন্টে অংশগ্রহণ না করার ঘটনা এই একটিই।
ছবি: ফিফা ও গোল ডট কম