দেশের আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ
২০ নভেম্বর ২০২২ ১৭:৫০
ঢাকা: সারাদেশের আদালতগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। ঢাকার নিম্ন আদালতে পুলিশের চোখে স্প্রে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় এ নির্দেশ দেওয়া হয়।
রোববার (২০ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে মৌখিক এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী জানান, আজ দুপুরে ঢাকার কোর্টে দু’জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিস হয়ে যাওয়ার ঘটনায় আমরা নির্দেশনা দিয়েছি। যেন দেশের আদালতগুলো সর্তক থাকে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে।
আদালত থেকে পালিয়ে গেল দীপন হত্যায় জড়িত ২ জঙ্গি
উল্লেখ্য, রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে ২ আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করে হাজতখানায় নেওয়ার সময় চার আসামির মধ্যে দুই জনকে ছিনিয়ে নেওয়া হয়।
সারাবাংলা/কেআইএফ/এমও