Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ৪ বছর সাজা খেটে ভারতে ফিরলেন আব্বাস মন্ডল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২২ ২১:৪০

চুয়াডাঙ্গা: বাংলাদেশের অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে চার বছর সাজা খেটে দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ফিরলেন অবৈধ অনুপ্রবেশকারী আব্বাস মন্ডল।

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১২টার দিকে সীমান্তের শূন্যরেখায় ৭৬ নম্বর প্রধান খুঁটির কাছে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক আব্বাস মন্ডলকে (৪০) ফিরিয়ে নেয়।

আব্বাস মন্ডল ভারতের নদীয়া জেলার ভীমপুর থানার রাঙ্গেরপোতা গ্রামের মান্দার মন্ডলের ছেলে।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আবু নাইম জানান, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ঠাকুরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন আব্বাস মন্ডল। পরে বিজিবির সদস্যরা তাকে আটক করে দামুড়হুদা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

তিনি আরও জানান, আব্বাস মন্ডলকে আদালতে নেওয়া হলে বিজ্ঞ বিচারক তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর চার বছর ১৩ দিন কারাভোগ শেষে উভয় দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। আব্বাস আলীর পরিবারের পক্ষে তাকে গ্রহণ করেন তার ভাইয়ের ছেলে আদম মন্ডল।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জহির উদ্দিন বাবর, দর্শনা থানা পুলিশের এসআই ফজলুর রহমান ও এনজিও কর্মী ইউনুস আলী। ভারতের পক্ষে বিএসএফের ভারপ্রাপ্ত গেদে ক্যাম্প কমান্ডার অশোক কুমার থাপ্পা, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোলাপ চন্দ্র দে, কাস্টমস্ ইনচার্জ এসআই মদন রায়, নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার ইনচার্জ ইন্সেপেক্টর বাবিন মূখার্জি ও এনজিও কর্মী চিত্তরঞ্জন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

অনুপ্রবেশকারী অবৈধ বাংলাদেশে ভারত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর