Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিশো-মেহজাবিনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২২ ১৮:২৬

ঢাকা: টেলিভিশনের একটি আলোচনার অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে দায়ের করা রিভিশন মামলায় অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীসহ ছয়জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকার ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে রিভিশন দায়ের করেন কান্ট্রিওয়াইড হেলথ ইনিশিয়েটিভ ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষে নাবিলা আক্তার ও আরিয়া কবির আনিলা।

বিজ্ঞাপন

রিভিশন মামলার অপর আসামিরা হলেন, প্রযোজক ও স্বত্বাধিকারি, সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও লি. (সি.এম.ভি) এস কে শাহেদ, নির্মাতা ডিরেক্টর রুবেল হাসান, নাটক লেখক
মাইনুল শানু, চ্যানেল আই ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রেজা সাগর।

বাদীপক্ষের আইনজীবী আ আল মামুন রাসেল রিভিমন দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ম্যাজিস্ট্রেট কোর্টের আদেশের বিরুদ্ধে মহানগর দায়রা জজে রিভিশন দায়ের করি। আদালত রিভিশনটি গ্রহণ করে আসামিদের হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন।

একই ঘটনায় গত ফেব্রুয়ারিতে এই দুই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রতিবেদনে তাদের অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়। পরবর্তীতে বাদীরা নারাজি দাখিল করলে তা না মঞ্জুর করেন আদালত।

গত বছর ১১ আগস্ট বশির আল হোসাইন নামের এক প্রতিবন্ধী অধিকারকর্মী মামলা দুটি দায়ের করেন।

একটি মামলা দায়ের করা হয় ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে গত বছর ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। এ মামলায় আসামি করা হয়-চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে। এ মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি মর্মে গত ২ মার্চ প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই‘র পুলিশ পরিদর্শক (নি.) নূরুননবী সরকার।

বিজ্ঞাপন

অপর মামলা করা হয় চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর ১১ জুলাইয়ের পর্ব নিয়ে, যেখানে একজন আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারণা’র প্রকাশ ঘটেছে বলে অভিযোগ। এ মামলায় আসামি করা হয়-চ্যানেল আই‘র ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে। তাদের বিরুদ্ধেও অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা পিবিআই‘র পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম (বাবুল)।

সারাবাংলা/এআই/একে

অভিনেতা নিশো মানহানি মামলা মেহজাবিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর