Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শপথ নিলেন নব নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২২ ১৮:১৪

ঢাকা: ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে শাহদাব আকবর এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/ইআ

জাতীয় সংসদ সদস্য শপথ গ্রহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর