Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মায় নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২২ ২২:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: পদ্মানদীতে নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার নগরীর শ্রীরামপুর এলাকার মাঝ নদীতে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন পবা উপজেলার হরিপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামের মৃত আলম হোসেনের স্ত্রী রাশেদা বিবি (৪৫) এবং সুমন হোসেনের স্ত্রী আশিয়া বেগম ওরফে আসেনুর (৫০)।

পবার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল জানান, সোমবার সকালে সোনাইকান্দী গ্রামের ১৫-২০ জন নারী-পুরুষ পদ্মার চরে খড় কাটতে যান। বিকেলে ফেরার পথে নৌকার তলা ফেটে সেটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতারে তীরে উঠলেও দুই নারী তলিয়ে যান। পরে কয়েক কিলোমিটার দূরে রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকার ভাটিতে তাদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।

বিজ্ঞাপন

রাজশাহী মহানগর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক বলেন, ‘স্থানীয় লোকজন পদ্মা নদী থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/একে
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো