Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে সাক্ষ্য দিলেন জয়

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ নভেম্বর ২০২২ ১৭:২৯

ঢাকা: অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আদালতে সাক্ষ্য দিয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্র্রোপলিটন ম্যাজিস্ট্রট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে তিনি জবানবন্দি দেন।

এদিন বেলা ৩টা ১৫ মিনিটের দিকে জয় আদালতে আসেন। ৩টা ২৫ মিনিটের দিকে আদালত তার জবানবন্দি গ্রহণ শুরু করেন। সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি জবানবন্দি দেন। বেলা ৪টার দিকে তা শেষ হয়। এরপর জয় তার গাড়িবহর নিয়ে আদালত প্রাঙ্গন ত্যাগ করেন।

এদিকে সাক্ষ্য গ্রহণের সময় আদালত কক্ষে সাধারণ আইনজীবী ও সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। সেইসঙ্গে জয়ের আদালতে আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা নেওয়া হয় ঢাকার সিএমএম আদালতে।

এ মামলার পাঁচ আসামি পলাতক রয়েছেন। এ জন্য তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এবং জেরা হয়নি।

মামলাটিতে ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।

মামলার পাঁচ আসামি হলেন, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক শফিক রেহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় থেকে এ পর্যন্ত বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনসহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত অন্যান্য দলের উচ্চপর্যায়ের নেতারা রাজধানীর পল্টনের জাসাস কার্যালয়ে, আমেরিকার নিউ ইয়র্ক শহরে, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকার আসামিরা একত্রিত হয়ে যোগসাজশে প্রধানমন্ত্রীর ছেলে ও তার প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে আমেরিকায় অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করেন। ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

সারাবাংলা/এআই/ইআ

আদালতে সাক্ষ্য সজীব ওয়েজদ জয়

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর