সাইবার সন্ত্রাস মোকাবিলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-সৌদি আরব
১৩ নভেম্বর ২০২২ ১৩:৩৮ | আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৩:৫৩
ঢাকা: প্রযুক্তির ছোঁয়ায় দ্রুত বদলে যাচ্ছে বিশ্ব। সেই বদলে যাওয়া বিশ্বে কোনো কোনো ক্ষেত্রে বড় ধরণের হুমকি হয়ে দাড়াঁচ্ছে এই প্রযুক্তি। ভবিষ্যতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বড় ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে পারে, এই আশঙ্কায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব।
রোববার (১৩ নভেম্বর) দেশটির সঙ্গে এমনই একটি চুক্তি স্বাক্ষর করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ঢাকায় সফররত সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের উপস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে সমঝোতা স্বারকে স্বাক্ষর করেন।
সিকিউরিটি কোঅপারেশন এগ্রিমেন্ট নামের সমঝোতা স্বাক্ষরের আওতায় বাংলাদেশ ও সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে প্রশিক্ষণ নেওয়া, তথ্যের আদান-প্রদান ও অভিজ্ঞতা বিনিময় হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দিন দিন সাইবার চ্যালেঞ্জ বড় হয়ে যাচ্ছে। সে চ্যালেঞ্জ কী করে মোকাবিলা করা যায় সে বিষয়ে কাজ করবে এই এমওইউ। সে জন্য স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হবে। সেম কমিটি সৌদি সরকারের পক্ষ থেকেও হবে।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে সাইবার মাধ্যমে যে টেররিস্ট এক্টিভিটিগুলো হতে পারে সেখানে কী করে একসঙ্গে কাজ করা যায়, সেজন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করতে দুই দেশের একসঙ্গে কাজ করতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সৌদি আরবের সরকার ও বেসরকারি মাধ্যম অনেক সহযোগীতা করেছে। সেটাকে কিভাবে আরও গতিশীল করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে।’
এর আগে সকাল ৯ টা ৫০ মিনিটে সৌদি আরবের উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে আসেন। সেখানে পৌঁছালে তাদের গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রয়েছেন জন নিরাপত্তা বিভাগের জেষ্ঠ্য সচিব মো. আমিনুল ইসলাম খান, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
সারাবাংলা/জেআর/ইআ