Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে ২৮ লাখ কর্মী নেবে সৌদি আরব

স্পেশাল করেসপন্ডেট
১২ নভেম্বর ২০২২ ২৩:১১

ঢাকা: বাংলাদেশ থেকে নতুন করে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। শনিবার (১২ নভেম্বর) ঢাকায় সফররত সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে আরও ২৮ লাখ কর্মী নিতে চায় সৌদি আরব। তাদের সঙ্গে দু’টি চুক্তি সই হয়েছে।’

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, রোড টু মক্কা চুক্তি অনুযায়ী, এখন দীর্ঘ সময় ধরে ইমিগ্রেশনের কোনো হয়রানি ছাড়াই প্লেন থেকে নেমে হাজিরা মক্কা শরিফে চলে যেতে পারবেন। দ্বিতীয় চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ- সৌদি আরবের পুলিশের মধ্যে ট্রেনিং বিনিময় হবে। সৌদি আরবের নারী পুলিশ সদস্যরা বাংলাদেশ থেকে প্রশিক্ষণ নেবেন। আরও এদেশের নারী পুলিশ সদস্যরা সৌদি আরব থেকে প্রশিক্ষণ নেবেন।’

দু’দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ। রোববার (১৩ নভেম্বর) সকাল নয়টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এর পর সকাল সাড়ে দশটায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সময় পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দু’টি চুক্তি সইয়ের কথা রয়েছে।

সারাবাংলা/জেআর/পিটিএম

কর্মী টপ নিউজ সৌদি আরব

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর