থাই ভিসা আবেদন প্রক্রিয়ার দায়িত্বে থাকছে ভিএফএস গ্লোবাল
১১ নভেম্বর ২০২২ ১৭:৩৪ | আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৭:৩৬
ঢাকা: বিশ্বব্যাপী সরকার এবং কূটনৈতিক মিশনের জন্য বিশ্বের বৃহত্তম আউটসোর্সিং এবং প্রযুক্তি পরিষেবা বিশেষজ্ঞ ভিএসএফ গ্লোবালের সঙ্গে বাংলাদেশের ভিসা প্রক্রিয়াকরণ নবায়ন করেছে থাইল্যান্ড সরকার। ভিএফএস গ্লোবাল চট্টগ্রাম, ঢাকা এবং সিলেটে ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ থেকে থাইল্যান্ড ভ্রমণইচ্ছুদের ভিসা প্রক্রিয়াকরণ করবে।
ভিএসএফ গ্লোবালের সঙ্গে থাইল্যান্ড সরকারের সম্পর্ক প্রায় দুই দশকের। কোম্পানিটি গত ২০০৫ সাল থেকে দুই মিলিয়ন থাই ভিসা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে। এরইমধ্যে ভিএফএস গ্লোবাল খুলনা এবং রাজশাহীতে ড্রপ-অফ কেন্দ্রগুলোকে অফার করার পরিকল্পনা করেছে।
ভিএসএফ গ্লোবালের দক্ষিণ এশিয়ার সিওও প্রবুদ্ধ সেন বলেন, ‘বাংলাদেশে থাইল্যান্ডের ভিসা ম্যান্ডেট নবায়নকরণে বিশ্বস্ত অংশীদারিত্ব, ব্যবসায়িক ডেলিভারিতে শ্রেষ্ঠত্ব এবং গত দুই দশকে গ্রাহক কেন্দ্রিকতার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির প্রতি আমাদের প্রমাণিত রেকর্ডের সাক্ষ্য দেয়। আমাদের প্রতি অবিরত বিশ্বাসের জন্য আমরা ঢাকার রয়্যাল থাই দূতাবাসকে ধন্যবাদ জানাতে চাই।’
আরও তথ্যের জন্য ভিজিট করুন:: //visa.vfsglobal.com/bgd/en/tha.
সারাবাংলা/একে