Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে মৃত ডেমোক্র্যাট প্রার্থীর বিপুল ভোটে জয়

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২২ ১১:০৩ | আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৫:২০

অ্যান্টনি টনি ডিলুকা

মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ৮৫ ভাগেরও বেশি ভোট পেয়েছেন মৃত ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্টনি টনি ডিলুকা (৮৫)। মাসখানেক আগে মারা যাওয়া ডিলুকা রিপাবলিকানের দলীয় প্রতিনিধির চেয়ে শতকরা ৮৫ ভাগেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। গত ৯ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মারা যাওয়ার আগে নিজ আসনের জন্য নতুন প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে পারেননি অ্যান্টনি টনি ডিলুকা। সে কারণে প্রার্থী তালিকায় তার নাম থেকে যায়।

বিজ্ঞাপন

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মৃত প্রার্থী নির্বাচনে জয়ী হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, ২০১৮ সালেও রিপাবলিকান প্রার্থী ড্যানিশ হোফের মৃত্যুর মাস খানেক পর নেভাদা অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয়ী হয়েছিলেন।

ডেমোক্র্যাট পার্টি জানিয়েছে, পেনসিলভানিয়ার ওই আসনে বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও নেভাদার স্থানীয় আইন অনুসারে সেখানে বিশেষ নির্বাচন হয়নি। নির্বাচনের পরিবর্তে একজন রিপাবলিকানকে হোফের স্থলাভিষিক্ত করা হয়েছিল, যিনি পুরো মেয়াদের জন্য সিনেটের সদস্য ছিলেন।

এদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফলাফল অনুযায়ী ডেমোক্রাটরা পেয়েছে ১৯১টি আসন। রিপাবলিকানরা ২০৯টি আসন পেয়ে কিছুটা এগিয়ে রয়েছে। রিপাবলিকানরা ২১৮টি আসন পেলে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারাবে। অপরদিকে সিনেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১টি আসন। এরিমধ্যে রিপাবলিকানরা পেয়েছে ৪৯টি আসন, ৪৮টি পেয়েছে ডেমোক্র্যাটরা।

সারাবাংলা/এনএস

অ্যান্টনি টনি ডিলুকা মার্কিন মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর