Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২২ ১৬:৩১

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (৬ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

এদিন সুলতানা আহমেদের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। রাষ্ট্রপক্ষের বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। এরপর রোববার সকালে গুলশানের বাসা থেকে সুলতানা আহমেদকে গ্রেফতার করে র‍্যাব-৩ এর সদস্যরা।

সারাবাংলা/এআই/ইআ

মহিলা দল রিমান্ডে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর