Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক ঋণের সুদহার না বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২২ ১৯:০৯

ঢাকা: ব্যাংক ঋণের সুদ হার না বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

শনিবার (৫ নভেম্বর) সকালে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ব্যাংকিং ও লিজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম সভায় এ আহ্বান জানান তিনি।

জসিম উদ্দিন বলেন, ‘সুদহার বাড়ালে ঋণগ্রাহক ব্যবসায়ী ও উদ্যোক্তারা আরও বেশি চাপে পড়বে। ইউক্রেনে সংকটের কারণে এরইমধ্যে কাঁচামাল, জাহাজভাড়া ও পরিবহন খরচ বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সুদহার বাড়লে শিল্পের উৎপাদন ব্যয় ও ব্যবসার খরচ বাড়বে। কোভিডের সংকট পার করে, এখনও বাড়তি চাপ সামলানোর পরিস্থতি তৈরি হয়নি। তাই সুদহার বাড়ালে নতুন খেলাপি তৈরির ঝুঁকি তৈরি হবে।’

শিল্প কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানিয়ে সভাপতি বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের সরবরাহ কমে উৎপাদন বাধাগ্রস্থ হলে গ্রাহক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হবেন, যা ব্যাংক ও উদ্যোক্তাদের জন্য হুমকিসরূপ।’

এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গ্যাস ও বিদ্যুতের বৈশ্বিক সংকটের সমাধান হিসেবে কয়লাভিক্তিক বিদ্যুৎ উৎপাদনের সুপারিশ করেন তিনি। পাশাপাশি সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে জ্বালানি খরচ কমানো সম্ভব। ডলার সংকট সমাধানে ব্যাংকিং সেবাকে আরও কার্যকর করাসহ খরচ কমানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ও কমিটির ডিরেক্টর ইনচার্জ মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ব্যাংকিং ও লিজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এ.কে.এম শহীদ রেজা, সহ-সভাপতি মো. আমিন হেলালী, কমিটির কো-চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীরসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/ইআ

ঋণের সুদ এফবিসিসিআই সুদহার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর