মুন্সীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
৫ নভেম্বর ২০২২ ১৭:২৯
মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখানে অর্থ লেনদেনকে কেন্দ্র করে বিরোধে বড় ভাই আব্বাস দেওয়ানের (৩৯) লাঠির আঘাতে ছোট ভাই রাসেল দেওয়ান (৩৫) খুন হয়েছেন। এ ঘটনায় আব্বাস দেওয়ানকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৪ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে এই ঘটনা ঘটে। আব্বাস ও নিহত রাসেল স্থানীয় আজিজ দেওয়ানের ছেলে। শনিবার (৫ নভেম্বর) ঘটনার সত্যতা স্বীকার করেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুল হক।
ওসি জানান, বড় ভাই আব্বাসের সঙ্গে রাসেলের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করে শুক্রবার রাতে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্বাস দেওয়ান লাঠি দিয়ে রাসেলের মাথায় আঘাত করেন। পরে স্বজনরা রাসেলকে দ্রুত সিরাজদিখান ইছাপুরা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাবাংলা/পিটিএম