গ্রাহক বেড়ে যাওয়ায় বরিশালে ইন্টারনেট সেবায় বিঘ্ন
৫ নভেম্বর ২০২২ ১৬:২১ | আপডেট: ৫ নভেম্বর ২০২২ ১৬:২২
বরিশাল: বরিশাল নগরীতে হঠাৎ করে গ্রাহক সংখ্যা বেড়ে যাওয়ায় মোবাইল ফোনে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার খবর মিলেছে। কিছু এলাকায় ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি ও এয়ারটেলের ইন্টারনেট সংযোগের গতি কমে গেছে। এতে মোবাইলে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে।
শনিবার (৫ নভেম্বর) বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ রয়েছে। বরিশালের বিভিন্ন জেলা থেকে লোকজনের ভিড় বাড়ায় ইন্টারনেট সেবায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে মোবাইল অপারেটর কোম্পানি সূত্রে জানা গেছে।
নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, তারা মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ এলাকার বাসিন্দা হনুফা আক্তার বলেন, ‘বাসায় ব্রডব্যান্ড কানেকশন ঠিকঠাক আছে। কিন্তু বাসা থেকে বের হওয়ার পর মুঠোফোনে ডাটা ব্যবহার করতে পারছি না।’
মুঠোফোন নেটওয়ার্ক সেবা প্রদানকারী একটি কোম্পানির বরিশাল বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘নেটওয়ার্ক পরিসরের তুলনায় বরিশালে গ্রাহক সংখ্যা বেশ বেড়েছে। এই কারণে আমাদের সেবায় সাময়িকভাবে বিঘ্ন ঘটছে। এ নিয়ে কারিগরি টিম কাজ করছে। কিছুক্ষণের মধ্যে ইন্টারনেট সেবা স্বাভাবিক হবে।’
সাময়িক এই অসুবিধার কারণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তিনি দুঃখপ্রকাশ করেন।
বরিশালের ব্রন্ডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠান ইউরোটেলের ব্যবস্থাপনা পরিচালক এস. এম জাকির হোসেন জানান, ‘শুধুমাত্র মোবাইলের ইন্টারনেটে এমন সমস্যা দেখা দিয়েছে। মাঝে মাঝে সংযোগ পাওয়া গেলেও গতি খুবই কম। তবে ব্রডব্যান্ড প্রতিষ্ঠানগুলোর সেবা স্বাভাবিক রয়েছে।’
সারাবাংলা/একে