Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অপরের ধর্মকে শ্রদ্ধা করবো, উৎসবেও শামিল হবো’

সারাবাংলা ডেস্ক
৫ নভেম্বর ২০২২ ১৫:৫০

চট্টগ্রাম ব্যুরো: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। বঙ্গবন্ধু কন্যার হাতেই বাংলাদেশ নিরাপদ। প্রত্যেক ধর্মের প্রতি তার রয়েছে অগাধ আস্থা-শ্রদ্ধা। আমরাও একে অপরের ধর্মকে শ্রদ্ধা করবো, একে অপরের উৎসবে শামিল হবো। এই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের গণতন্ত্র, সমাজ, রাজনীতি, অর্থনীতি-সবকিছুর পূর্বশর্ত।’

বিজ্ঞাপন

শনিবার (৫ নভেম্বর) সকালে নগরীর নন্দনকানন তুলসীধামে শ্রীকৃষ্ণের রাসলীলা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

একই উৎসবে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, তারা ধ্বংস হয়ে গেছে। সব ধর্মের প্রতি শ্রদ্ধা করাই আমাদের মূল শিক্ষা। জাতির জনকের সংবিধানের মূল নীতির একটি ছিল- ধর্মনিরপেক্ষতা। বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি থাকতে পারে না।’

তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরীর সভাপতিত্বে চারদিনের উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামীলীগ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দাশ সুমন, নুর মোস্তফা টিনু ও রুমকী সেনগুপ্ত এবং যোগেশ্বর চৌধুরী, দুলাল দাশ, তুলসীধাম পরিচালনা পরিষদের সভাপতি স্বপন চৌধুরী, রাসলীলা উৎসব উৎযাপন পরিষদের সভাপতি সোনারাম ধর ও সাধারণ সম্পাদক হরিশংকর ধর।

সারাবাংলা/আরডি/ইআ

ধর্ম শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর