Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটার আল-আমিনের বিচারকের প্রতি অনাস্থার আবেদন নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ২০:৩৮

ঢাকা: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আল আমিন হোসেনের করা বিচারকের প্রতি অনাস্থার আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালত এই আদেশ দেন।

গত ১৬ অক্টোবর মামলাটি ওই আদালত থেকে বদলির আবেদন করেন আল-আমিন। তার পক্ষে আইনজীবী আব্দুর রহমান (সুমন) এ আবেদন করেন। আদালত ২ নভেম্বর এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন।

এদিন শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। অর্থাৎ ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতেই মামলাটির বিচার চলবে।

মামলার বদলির আবেদনে উল্লেখ করা হয়, খুলনা বিভাগ ও ঢাকা মেট্রো বিভাগের মধ্যে চার দিনের খেলা গত ১০ অক্টোবর শুরু হয়। খুলনা বিভাগের হয়ে পেস বোলার হিসেবে আল-আমিন রয়েছেন। এ কারণে গত ধার্য তারিখ ১২ অক্টোবর তিনি আদালতে হাজির হতে পারেননি। এ জন্য সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করে বাদীপক্ষকে আপত্তি শুনানি করার আদেশ দেন।
আল-আমিনের ধারণা, সংশ্লিষ্ট আদালতে তিনি ন্যায় বিচার হতে বঞ্চিত হবেন। এজন্য মামলাটি সংশ্লিষ্ট আদালত থেকে বদলি করে যেকোনো চলমান বিচারিক আদালতে পাঠানোর আবেদন করেন আইনজীবী।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরনপোষণ ও সন্তানদের খরচ দাবি করে আদালতে আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি দায়ের করেন।

সারাবাংলা/এআই/পিটিএম

আল আমিন ক্রিকেটার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর