Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘র‌্যাব সংস্কারের দায়িত্ব সরকারের’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ১৪:২৫ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ ১৭:০৭

সিলেট: র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞায় র‌্যাবে যেসব সংস্কারের কথা বলা হয়েছে, তার দায়িত্ব সরকারের। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে সব অভিযোগের জবাব দেওয়া হয়েছে। সরকার বিষয়টি নিয়ে কাজ করছে। সংস্থার কেউ আইনবিরোধী কাজ করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেটে র‍্যাব-৯ সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে র‍্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন এসব কথা বলেন।

বিজ্ঞাপন

র‌্যাব তার নীতিতে অবিচল উল্লেখ করে মহাপরিচালক বলেন, ‘সংস্থায় কেউ যদি অপরাধ করে সংস্থার নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞায় নাম থাকা ৭৬ জনের তালিকা অনুসারে তদন্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয়েছে।’

র‍্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘সন্ত্রাস, মাদক ও জঙ্গি দমনে র‍্যাব সক্রিয় ভূমিকা রাখছে। আইনশৃঙ্খলা রক্ষায় সততার সঙ্গে কাজ করছে র‌্যাব। সেই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে সংস্থাটি।’

বান্দরবনের গহীন পাহাড়ে সন্ত্রাসবিরোধী অভিযান এখনও চলমান জানিয়ে এম খুরশিদ হোসেন বলেন, ‘গহীন অরণ্যে কেন, জঙ্গি ও সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন, সেখানেই অভিযান চলবে। জঙ্গি-সন্ত্রাসীদের জন্য র‌্যাব হবে আতংকের নাম।’

সারাবাংলা/এমও

জঙ্গি-সন্ত্রাসী নিষেধাজ্ঞা র‌্যাবের মহাপরিচালক