Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কল্যাণপুরের জঙ্গি বিরোধী অভিযানের মামলার এক আসামির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ১৪:২৬

ঢাকা: রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় ১০ জঙ্গির মধ্যে মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) মামলাটির অধিকতর চার্জশুনানির জন্য ধার্য ছিল। তবে এদিন এই মামলার আসামি আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি আদালতকে জানান তার আইনজীবী। এ জন্য আদালত তার মৃত্যু সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ডিসেম্বর তারিখ ধার্য করেছেন।

বিজ্ঞাপন

মৃত্যু সংক্রান্ত প্রতিবেদল দাখিল হওয়ার পর আদালত চার্জ শুনানির তারিখ ধার্য করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি পারভেজ ভূঁইয়া।

মামলার আসামিরা হলেন- রাকিকুল হাসান রিগ্যান (২১), সালাহ্ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)।

২০১৮ সালের ৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১৯ সালের ৯ মে মামলাটি বিচারের জন্য সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয়। গত ১৮ জুলাই আদালত ১০ আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।

উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়ির পঞ্চম তলায় ২০১৬ সালের ২৬ জুলাই ভোররাতে পুলিশ অভিযান চালায়। অভিযানে নয় সন্দেহভাজন জঙ্গি মারা যান। ওই ঘটনায় ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/ইআ

আসামির মৃত্যু জঙ্গি বিরোধী অভিযান

বিজ্ঞাপন

প্লেব্যাক করলেন মোশাররফ করিম
২২ জানুয়ারি ২০২৫ ১৮:০৬

আরো

সম্পর্কিত খবর