সিলেটে চলছে পণ্যবাহী পরিবহন ধর্মঘট
৩১ অক্টোবর ২০২২ ১১:৪১
সিলেট: সব পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সিলেটে সোমবার (৩১ অক্টোবর) ভোর ৬টা থেকে শুরু হয়েছে ৪৮ ঘণ্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট।
সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ডাক দিয়েছে। একইসঙ্গে দাবি আদায় না হলে পুরো বিভাগে অনির্দিষ্টকালের পণ্যবাহী পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
সোমবার সকাল থেকে ধর্মঘট শুরু হলেও মহাসড়কগুলোতে বেশ কিছু পণ্যবাহী পরিবহন চলতে দেখা গেছে। ফলে জনজীবনে ধর্মঘটের প্রভাব পড়তে দেখা যায়নি।
পরিবহন শ্রমিক নেতারা বলছেন, ‘সিলেটের ভোলাগঞ্জ, বিছনাকান্দি, জাফলং এবং লোভাছড়া পাথর কোয়ারিগুলো প্রায় ৫ বছর ধরে বন্ধ থাকায় ১৫ লাখ ব্যবসায়ী-শ্রমিক ও পরিবহন মালিক-শ্রমিক চরম সংকটে পড়েছেন। অধিকাংশ ট্রাক মালিক ব্যাংক ঋণ বা কিস্তিতে গাড়ি কিনেছিলেন। কিন্তু কোয়ারি বন্ধ থাকার কারণে ট্রাক মালিকদের পণ্য পরিবহনে ভাটা পড়েছে। এই অবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ফলে তারা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছেন।’
সারাবাংলা/এমও