Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ২৩:৫৯ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ০০:৩৬

রাজশাহী: রাজশাহীতে বালুবাহী ট্রাকচাকায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পবা উপজেলার মদনহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি। তাদের বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ এর মধ্যে হবে। রাত সোয়া নয়টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলেই ছিল।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন। তিনি বলেন, ‘শনিবার রাতে মোটরসাইকেল নিয়ে দুই আরোহী মোহনপুরের দিকে যাচ্ছিলেন। ট্রাকটি নওহাটা পৌরসভার দিকে যাচ্ছিল। পথে মদনহাটি এলাকার আমান কোল্ড স্টোরেজের সামনে ট্রাকটি মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।’

মৃতদেহ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। নিহতদের পরিচয় জানার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে ১৫ মে ওই ঘটনাস্থলেই ট্রাক্টরের চাপায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়।

সারাবাংলা/পিটিএম

আরোহী ট্রাকচাপা নিহত মোটরসাইকেল রাজশাহী

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর