Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শা সীমান্তে ১ কেজি সোনার বারসহ পাচারকারী আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ২৩:৪৯

বেনাপোল: যশোরের শার্শার গাজীপাড়া সীমান্ত থেকে নয়টি সোনার বারসহ কওছার আলী (৫৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। ওই সোনার বারগুলোর ওজন এক কেজি ৫১ গ্রাম।

শনিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে সোনার বারসহ পাচারকারীকে আটক করা হয়। আটক কওছার আলীর বাবার নাম মৃত আব্দুল করিম। তার বাড়ি শার্শা উপজেলার দাউদখালী গ্রামে।

২১ বিজিবি ব্যাটলিয়নের উপঅধিনায়ক মেজর ফরিদ আহমেদ জানান, শনিবার রাত ৮টায় শার্শার গাজীপাড়া সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে বলে জানতে পারে বিজিবি। এমন তথ্যের ভিত্তিতে গাজীপাড়া এলাকার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে একজন সোনা পাচারকারীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেলে কৌশলে লুকিয়ে রাখা নয়টি সোনার বার জব্দ করা হয়।

তিনি আরও জানান, ‍উদ্ধার সোনার বারগুলোর ওজন এক কেজি ৫১ গ্রাম। এ নিয়ে গত তিন মাসে ২৪ কেজি ৩৯২ গ্রাম সোনা আটক করেছে ২১ বিজিবির সদস্যরা। যার সিজার মূল্য ১৭ কোটি সাড়ে ৮৬ লাখ টাকা।

সোনাসহ আটক আসামি কওছারকে শার্শা থানায় সোপার্দ করা হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ শার্শা সীমান্ত সোনার বার আটক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর