Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নববধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ২৩:০১

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে স্বামী ও তার পরিবারের সদস্যদর বিরুদ্ধে আরশি আক্তার নামে এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাত্র তিন মাস আগে আরশির সঙ্গে বিয়ে হয় উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামের মামুনের। মামুন ওই গ্রামের আব্দুল জলিল গাছুর পুত্র।

এ ঘটনায় আরশির বাবা আজগর আলী গোবিন্দগঞ্জ থানায় স্বামীসহ পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসান পাড়া গ্রামের আজগর আলীর কন্যা আরশি আক্তারের সাথে তিনমাস আগে মামুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই মামুন ও তার পরিবারের সদস্যরা যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার ৫০ হাজার টাকার এনে দেওয়ার জন্য আরশিকে চাপ দেয়। কিন্তু টাকা না আনায় মামুন আরশিকে মারপিট করে। এক পর্যায়ে গলা টিপে ধরে শ্বাসরোধে হত্যা করে। এরপর বিষয়টি অন্যখাতে প্রবাহিত করার জন্য আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দীন জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দাযের হয়েছে। মৃত আরশির শরীরে ও গলায় সন্দেহজনক দাগ রয়েছে। তাই মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর কীভাবে খুন হয়েছে তা জানা যাবে।

সারাবাংলা/পিটিএম

নববধূ যৌতুক হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর