Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আ.লীগের সমাবেশে এখন চেয়ার থাকে, মানুষ থাকে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ২২:২৭

চট্টগ্রাম ব্যুরো: আওয়ামী লীগের সমাবেশে এখন চেয়ার থাকে, মানুষ থাকে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর নুর আহমদ সড়কের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, ‘শুনলাম, আওয়ামী লীগ ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভার ঘোষণা দিয়েছে। আবার এ-ও শুনলাম, আওয়ামী লীগ নাকি এখন থেকে চট্টগ্রামের দোকানে-দোকানে বিরিয়ানির অর্ডার দিয়ে রেখেছে। চট্টগ্রামবাসীকে বলতে চাই, আওয়ামী লীগের জনসভায় মানুষ থাকবে না, বিরিয়ানির প্যাকেট পড়ে থাকবে।’

‘জনসভায় নাকি শেখ হাসিনা প্রধান অতিথি থাকবেন। আমরা তো খালেদা জিয়াকে ছাড়াই সমাবেশ করেছি। আপনারা শেখ হাসিনা ছাড়া শুধু ওবায়দুল কাদের দিয়ে জনসভা করেন, দেখেন কী পরিমাণ লোক হয়। আমরা বিরিয়ানি খাওয়াইনি, তারপরও জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। মানুষ না খেয়ে, রোজা রেখে যে যেভাবে পেরেছে সমাবেশে যোগ দিয়েছে।’

সমাবেশে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতায় আছে আওয়ামী লীগ। ক্ষমতা ধরে রাখতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা করে ভয়াবহ দুঃশাসনের জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিভিন্ন বাহিনীকে অন্যায়ভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করে সরকার তাদের জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।’

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম ও সদস্য সচিব আকবর আলী, দক্ষিণ জেলার সদস্য সচিব জমির উদ্দিন মানিক, নগরের সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ বিএনপি শাহাদাত হোসেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর