Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে গুদামে আগুন, পুড়ে গেছে ১০০ কোটি টাকার পাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ১১:০১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১৬:১৩

নারায়ণগঞ্জ: শহরের শীতলক্ষ্যা কদমতলা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় শারমিন জুট বেলার্সের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০০ কোটি টাকার পাট পুড়ে গেছে বলে জানিয়েছেন গোডাউন মালিকপক্ষ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া, বিসিক ও হাজীগঞ্জ তিনটি স্টেশনের সাতটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে গোডাউনে থাকা শ্রমিকরা জানান, সামনের গোডাউন থেকে আগুন সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

মালিকপক্ষের দাবি, শারমিন জুট বেলার্সের গোডাউনটি ভাড়া নিয়ে পাট মজুদ করে রফতানি করা হয়। আগুনে গোডাউনে থাকা পাট ও মেশিনারিজসহ প্রায় শত কোটি টাকা ক্ষয়ক্ষতির হয়েছে।

ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, আগুন লাগার খবর পেয়ে তিনটি স্টেশনের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত তদন্তের পর বলা যাবে।

সারাবাংলা/এমও

গোডাউন টপ নিউজ নারায়ণগঞ্জ শারমিন জুট বেলার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর