ইভ্যালির শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
২৬ অক্টোবর ২০২২ ১৯:৩০
ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৯ অক্টোবর মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ধার্য ছিল। ওইদিন শামীমা নাসরিন আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। সময় আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।
জানা যায়, ডিজিটাল মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আলমগীর হোসেন নামে এক গ্রাহক ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বাড্ডা থানায় মামলাটি করেন।
গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক প্রদীপ কুমার।
আগামী ২২ জানুয়ারি মামলাটি চার্জশুনানির জন্য ধার্য রয়েছে বলেও জানান তিনি।
সারাবাংলা/এআই/একে