Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, প্রস্তুতির তাগিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২২ ১১:৩৩

ঢাকা: সিত্রাং এর রেশ না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে সে ঘূর্ণিঝড় এখনই আসছে না, পূর্বাভাস অনুযায়ী এটি আসতে পারে নভেম্বরে। সেজন্য সতর্ক ও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার ( ২৫ অক্টোবর) আবহাওয়া অধিদফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানানো হয়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আরও একটা নতুন ঘূর্ণিঝড় আসবে। ওই সময়ে শৈত্যপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। সবকিছু মিলিয়ে সকলকে সতর্ক থাকতে হবে। আগাম প্রস্তুতি নিতে হবে। আবহাওয়ার ত্রৈমাসিক পূর্বাভাসেও বলা হয়েছে, নভেম্বর মাসেও স্বাভাবিক বৃষ্টিপাত হবে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২ টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসময়ে রাতের তাপমাত্রা কমতে থাকবে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় সিত্রাং প্রসঙ্গে তিনি বলেন, স্থল ও জলসীমা মিলিয়ে বাংলাদেশে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে ঘূর্ণিঝড়টি। মঙ্গলবার ( ২৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঢাকায় ২৫৫ মিলিমিটার। তবে বৃষ্টি হয়নি দিনাজপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

এর আগে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে সিত্রাং-এর অবস্থান জানানো হয়। সেখানে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং উপকূল অতিক্রম করে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন নিম্নচাপ আকারে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। যে কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে সাত নম্বর বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় সিত্রাং-এর কারণে সোমবার রাতে কুমিল্লায় তিন জন, ভোলায় দুইজন, সিরাজগঞ্জে দুইজন, নড়াইল ও বরগুনায় ১ জন করে মোট নয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সারাবাংলা/জেআর/আইই

সিত্রাং

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর