Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুরাইনে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২২ ১০:০৮

ঢাকা: রাজধানীর জুরাইনে রাস্তা পার হওয়ার সময় বালুর ট্রাক চাপায় ইব্রাহিম (১২) নামে এক শিশু মারা গেছে। এই ঘটনায় চালককে আটকসহ ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে শ্যামপুর জুরাইন মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হয় শিশুটি। পরে পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মৃত ইব্রাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার ছমছলিয়া গ্রামের মো. হাশেমের ছেলে। পরিবারের সঙ্গে জুরাইন তুলা বাগিচা এলাকায় থাকতো সে।

নিহতের বড় ভাই মো. দুলাল জানান, মাজার গেটে একটি মুরগির দোকানের কর্মচারী হিসেবে এক বছর ধরে কাজ করতো ইব্রাহিম। রাতে খবর পান ট্রাকের নিচে চাপা পড়েছে ইব্রাহিম। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই পড়ে থাকতে দেখতে পান।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। খবর পেয়ে সেখানে গিয়ে ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে আটক করা হয়। পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

জুরাইন শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর