Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে মা ইলিশ শিকার করায় কারাগারে ২২ জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২২ ১৪:১৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২২ ১৬:৫৭

চাঁদপুর: পদ্মা-মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে ৩৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় মাছ ধরার ১২টি নৌকা, এক কোটি ৩৬ লাখ সাত হাজার মিটার কারেন্ট জাল ও ১৪২ কেজি মা ইলিশ জাব্দ করা হয়।

গত ২৪ ঘন্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ সীমানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ৩৯ জেলের মধ্যে ২২ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রমের কারাদণ্ড এবং বাকিদের মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়। এ ছাড়া চার জেলে প্রতিবন্ধী কিশোর হওয়ায় অভিবাবকের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

চাঁদপুর নৌ থানা পুলিশ জানান, মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলে, জাল, নৌকা ও ইলিশ জব্দ করা হয়।

সারাবাংলা/ইআ

জেলে আটক টপ নিউজ মা ইলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর