সায়েদাবাদ টার্মিনালের ভেতরে বাসচাপায় কিশোরের মৃত্যু
১৫ অক্টোবর ২০২২ ১৪:৫৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৫:০২
ঢাকা: রাজধানীর সায়েদাবাদ টার্মিনালের ভিতরে বাস চাপায় রিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে সেন্টমার্টিন পরিবহনের গ্যারেজে কাজ করতো।
শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রিফাত কিশোরগঞ্জ সদর উপজেলার হাজিরগল গ্রামের কাজল মুন্সির ছেলে। বর্তমানে সায়দাবাদ হুজুরবাড়ি এলাকায় মামা মো. মঞ্জির মিয়ার কাছে থাকতো সে। তিন ভাইয়ের মধ্যে রিফাত ছিল দ্বিতীয়।
মামা মঞ্জির মিয়া জানান, তারা সায়েদাবাদ টার্মিনালে সেন্টমার্টিন পরিবহনে গ্যারেজে কাজ করে। ঘটনার সময় রিফাত সেন্টমার্টিন পরিবহনে কাজ করছিল। এসময় বরিশালগামী ব্যাপারী পরিবহনের একটি বাস রিফাতকে চাপা দেয়। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমও