জুরাইনে গ্যাসলাইন মেরামতের সময় ৬ শ্রমিক দগ্ধ
১৫ অক্টোবর ২০২২ ০৯:৩২ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ ১৫:২৫
ঢাকা: রাজধানীর জুরাইনে লিকেজ হওয়া গ্যাসলাইন মেরামতের জন্য মাটি কাটার সময় গ্যাসের আগুনে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে জুরাইন শিশু কবরস্থানের পাশে রাস্তায় গ্যাসের লাইন মেরামত সময় ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন- মো. সিরাজ (২০) মো. খলিল (৪৫), জুম্মন (১৯), আজিজুল (৬৫), আব্দুর রহমান (৬০) ও জিহাদ (৫০)
লেবার সরদার সেলিম মিয়া জানান, এলাকার লোকজন তিতাস অফিসে অভিযোগ করেছিল যে, রাস্তায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এই কারণে সেখানে লিকেজ খুঁজতে মাটি কাটার কাজ করছিল শ্রমিকরা। কাজ করার সময় হঠাৎ আগুনে ৬ শ্রমিক দগ্ধ হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এদের মধ্যে খলিল ও সিরাজের অবস্থা গুরুতর।
সারাবাংলা/এসএসআর/এমও