Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে আগুনে বসতঘর ও দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১১:৫৭

বান্দরবান: আলীকদমে অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার খুইল্ল্যামিয়া পাড়ার মুন্সির কলোনি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষ্যদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ মহিউদ্দিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে পুড়ে ৭টি দোকান ও ৫টি বসতঘর ছাই হয়ে যায়। এতে ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে ধারণা করছে স্থানীয় ব্যবসায়ীরা।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

সারাবাংলা/এমও

আগুন দোকান পুড়ে ছাই বান্দরবান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর