Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আল আমিনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন পিছিয়ে ২ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ১১:২৯

ঢাকা: যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আল আমিন হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২ নভেম্বর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সোহেল রানা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী প্রতিবেদন দাখিলের এ তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

গত ১ সেপ্টেম্বর স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে গত ২ সেপ্টেম্বর মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

পুলিশ বলছে, জাতীয় দলের ক্রিকেটার (পেসার) আল আমিনের স্ত্রী যৌতুকের দাবি ও মারধর সংক্রান্ত একটি অভিযোগ করেন। তার অভিযোগের বিষয়ে আমরা যাচাই-বাছাই ও তদন্ত চলছে। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আল আমিন হোসেনকে থানায় ডাকা হতে পারে অথবা তাকে গ্রেফতার করতে পারে পুলিশ।

সারাবাংলা/এআই/এমও

আল আমিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর