’২০ দলীয় জোট আছে-নেই, দুটোই সত্যি’
৮ অক্টোবর ২০২২ ২০:৫১
চট্টগ্রাম ব্যুরো: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আছে বা নেই- দু’টোই সত্যি বলে জানিয়েছেন শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। জোট নিয়ে এই ‘দোদুল্যমান’ পরিস্থিতির জন্য তিনি বিএনপিকে দায়ী করেছেন।
শনিবার (৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর জামালখানে একটি রেস্তোরাঁয় কল্যাণ পার্টি আয়োজিত ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এক-এগারোর প্রেক্ষাপটে গড়ে ওঠা রাজনৈতিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিএনপি জোট রাজনীতিকে গৌণ মনে করছে। বিএনপি ২০–দলীয় জোটকে গৌণ দৃষ্টিতে দেখছে, মুখ্য দৃষ্টিতে নয়। জোটের প্রধান শরিক বিএনপি এখন বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এগুচ্ছে।’
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘২০ দলীয় জোট আছে বললেও সত্য, আবার নেই বললেও সত্য। বাংলাদেশে জোট রাজনীতি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। বিএনপি প্রধান শরিক হিসেবে যদি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে যে- তারা প্রধান শরিক হিসেবে থাকবে না, তাহলে ভিন্ন পরিস্থিতিতে কল্যাণ পার্টি কী করবে তা এখন বলা যাচ্ছে না।’
সাবেক এই সেনা কর্মকর্তার মতে, বাংলাদেশের রাজনীতি অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম আরও বলেন, ‘শুধু রাজনীতি নয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে ভিন্ন ভিন্ন দেশের সম্পর্ক দোদুল্যমান অবস্থায় আছে। বিশেষ করে প্রধানমন্ত্রী বিদেশ সফর করে আসার পর যে বক্তব্য রেখেছেন প্রচারিত হয়েছে, প্রকাশিত হয়েছে, সেখান থেকে বুঝা যায়, বাংলাদেশ পররাষ্ট্রনীতি একটা কঠিন অবস্থার মধ্যে আছে।’
নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা হবে অসমান মাঠে নির্বাচন। সেখানে অন্য দলের জিতে আসা কঠিন হয়ে পড়বে। তাই জনগণ যদি রাজপথ কাঁপাতে পারে, তাহলে নিরপেক্ষ বা তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসতে পারে।’
আগামী নির্বাচনে কল্যাণ পার্টি ৫০টি আসনে প্রার্থী দেবে বলে জানান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।
এসময় কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস, মহাসচিব আবদুল আউয়াল মামুন, চট্টগ্রাম নগর শাখার সভাপতি সাজিদ ইকবাল ও সাধারণ সম্পাদক মামুন জোয়ার্দার ছিলেন।
সারাবাংলা/আরডি/এনএস
টপ নিউজ বাংলাদেশ কল্যাণ পার্টি বিএনপি সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম