গাইবান্ধায় ফেনসিডিল গ্রেফতার ২
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২২ ১৩:৪৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২২ ১৩:৪৮
৮ অক্টোবর ২০২২ ১৩:৪৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২২ ১৩:৪৮
গাইবান্ধা: জেলার সদর উপজেলায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮ অক্টোবর) সকালে র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের মুনছুর আলীর ছেলে রঞ্জু মিয়া (৪৪) ও ফরিজুল হকেরর ছেলে তাজুল ইসলাম (৪৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদে শুক্রবার (৭ অক্টোবর) রাতে শহরের সার্কিট হাউজ এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা করেছে। এ ছাড়া আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সারাবাংলা/ইআ