টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
৬ অক্টোবর ২০২২ ১৬:০৯ | আপডেট: ৬ অক্টোবর ২০২২ ১৭:৩০
টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে ৪ জনের লাশ উদ্ধার করা হয়। আহতদের মধ্য থেকে আরও দুইজন হাসপাতালে মারা যায়।
ওসি আরও জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। দুর্ঘটনা কবলিত যানবাহন পুলিশের হেফাজতে রয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং অপর তিনজনের লাশ ভুয়াপুরে বঙ্গবন্ধুসেতু পুর্ব থানায় রয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া গেলে স্বজনদের কাছে লাশগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সারাবাংলা/ইআ