Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করতোয়ায় নৌকাডুবি: কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২২ ২৩:২৩

পঞ্চগড়: সম্প্রতি পঞ্চগড় বোদা উপজেলায় করতোয়া নদীর আউলিয়ার ঘাট নদীতে নৌকাডুবির ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে পাচঁ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে নৌকাডুবির ঘটনায় আটটি বিষয় চিহ্নিত করেছে কমিটি।

রোববার (২ অক্টোবর) রাতে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দীপঙ্কর রায় নৌকাডুবির ঘটনার তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দেন। এ সময় কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। কমিটির দেওয়া প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে, গত রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মহালয়া পূজা উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাওয়ার সময় মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে করতোয়া নদীতে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ৬৯ জনের মৃত্যু হয়।

এদিকে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলা পরিষদ আওতাধীন নদী ও বালুমহাল প্রতি বছর জেলা পরিষদ কার্যলয় দরপত্রের মাধ্যমে ইজারা দেওয়া হয়। দরপত্র ও ইজারার মাধ্যমে মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাট এলাকার আব্দুল জব্বার (৫৫) নামের এক ব্যক্তি নদী ইজারা নেন। তিনি প্রথমে ইজারা চুক্তি ভঙ্গ করেন বলে প্রতিবেদনে অভিযোগ উঠেছে। ইজারা নেওয়া ব্যক্তি শর্ত ভঙ্গ করে আরও চার জনকে অংশীদার করেন এবং তাদের দায়িত্ব অবহেলায় এই ৬৯ জনের প্রাণহানি হয়েছে।

সারাবাংলা/পিটিএম

তদন্ত প্রতিবেদন নৌকাডুবি পঞ্চগড়

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর